বর্ণিত বিষয়ে ইতিপূর্বে জারিকৃত স্রেডার আহবানের সংশোধনক্রমে বর্তমান আহবান প্রদান করা হলো। আমদানি অনুমতি পর্যায়ে সৌর যন্ত্রাংশের বাংলাদেশ স্ট্যান্ডার্ড নিশ্চিতকরণে আন্তর্জাতিক ল্যাবরেটরী/সার্টিফিকেশন বডিকে নিম্নোক্ত শর্ত পূরণ সাপেক্ষে উপযুক্ত বলে গ্রহণ করা হবে:
ক) পরীক্ষণ ও পরিদর্শনের জন্য International Laboratory Accreditation Cooperation (ILAC) এর MRA স্বাক্ষরকারী যে কোন এ্যাক্রেডিটেশন সংস্থা কর্তৃক এ্যাক্রেডিটেড প্রতিষ্ঠান হতে হবে এবং Management/Product Certification এর ক্ষেত্রে International Accreditation Forum (IAF) এর MLA স্বাক্ষরকারী এ্যাক্রেডিটেশন সংস্থা কর্তৃক এ্যাক্রেডিটেড সনদ প্রদানকারী সংস্থা হতে হবে;
খ) BSTI প্রণীত Bangladesh Standard (BDS) তালিকা থেকে স্রেডা নির্ধারিত সৌর যন্ত্রাংশের মানমাত্রাসমূহের অথবা সমতুল্য আন্তর্জাতিক মানমাত্রা অনুযায়ী পরীক্ষণে Accredited Laboratory/Certification Body-কে সক্ষম হতে হবে;
গ) আমদানির ক্ষেত্রে তালিকাভূক্তির নির্ধারিত স্ট্যান্ডার্ডের পাশাপাশি স্রেডা কর্তৃক আরোপকৃত চাহিদার উপর (ল্যাবরেটরি রিপোর্ট/ পরিদর্শন রিপোর্ট/ Management/Product Certification সনদ) MRA/MLA স্বাক্ষরকারী এ্যাক্রেডিটেশন সংস্থা কর্তৃক এ্যাক্রেডিটেড প্রতিষ্ঠানের সেবা গ্রহণযোগ্য হবে।
ঘ) Accredited Laboratory/Certification Body’এর কার্যকরিতা উহার validity period এর মধ্যে থাকতে হবে;
ঙ) Laboratory/Certification Body কর্তৃক ইস্যুকৃত টেষ্ট রিপোর্ট যাচাইয়ের জন্য উহার একটি সিঙ্গেল ওয়েব পেইজ এর web address অথবা/এবং IP address স্রেডা'কে প্রদান করা;
চ) ক-ঙ শর্ত পূরণে সক্ষম (প্রযোজ্যতা অনুযায়ী) Laboratory/Certification Body-কে সরাসরি (তৃতীয় পক্ষের মাধ্যম ব্যতীত, পত্র বা ইমেইল যোগে ( solar@sreda.gov.bd এবং solar.sreda@gmail.com) স্রেডা-তে তালিকাভুক্তির জন্য আবেদন করা।